Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বাংলাদেশপরিসংখ্যানব্যুরো, পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনাবিভাগেরআওতাধীনএকটিসংস্থা, যা ১৯৭৪ সালেপ্রতিষ্ঠিতহয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশে বিদেশে জাতীয় পরিসংখ্যান সংস্থা(NSO) হিসেবে কাজ করে যাচ্ছে। জাতীয় পরিসংখ্যান  পদ্ধতির (NSS) কেন্দ্র বিন্দুতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অবস্হান।বাংলাদেশ   পরিসংখ্যান ব্যুরো 8 টি বিভাগে বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, ৬৪ টি জেলায় জেলা পরিসংখ্যান কার্যালয় এবং ৪৮৫টি উপজেলায় উপজেলা পরিসংখ্যান কার্যালয় এর মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা করছে।

 

মাদারীপুর জেলা পরিসংখ্যান অফিস:

বর্তমান সরকারের আমলে  ৬৪ জেলায় জেলা অফিস সৃষ্টি করা হয়। মাদারীপুর জেলা পরিসংখ্যান অফিসটি মাদারীপুর জেলার লেকপাড়, পুরাতন কোর্টের মোড়, মাদারীপুর, সমন্বিত সরকারি অফিস ভবন ১০ তলা অবস্থিত। অফিসটি ১০ তলা ভবনের ১০ম তলার পশ্বিম পার্শে অবস্থিত।। এই অফিসে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্দেশকের উপর পরিসংখ্যান গত সেবা পাওয়া যায়। জেলা পরিসংখ্যান অফিসটি পরিকল্পণামন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো স্থানীয় অফিস। এটি সরকারের একমাত্র তথ্যপ্রদানকারী সংস্থা হিসেবে পরিচিত।